স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া পৌরসভার কর্মচারী সৈয়দ আব্দুল্লাহ (৩৫) ও ব্র্যাকের মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) কামাল হোসেনকে (৩৮) ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাসের নেতৃত্বে গতকাল শুক্রবার (৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে লক্ষীপাশা চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়।
ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কামাল হোসেন ঝিনাইদহের শৈলকোপা থানার শেখপাড়া-ত্রিমোহনী এলাকার দরবেশ শেখের ছেলে এবং আব্দুল্লাহ লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের সৈয়দ শাহাদত আলীর ছেলে। তারা লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় সোহেলদের বাসা ভাড়া করে ইয়াবা বেচাকেনা করত বলে জানিয়েছে পুলিশ। রাত্রিযাপন না করলেও শুধুমাত্র ইয়াবা বেচাকেনার জন্যই একটি কক্ষ ভাড়া করেছিল তারা।
এদিকে, চাকুরির আড়ালে দীর্ঘদিন ধরে তারা মা*দ*ক কারবারের সঙ্গে জড়িত থাকায় বিভিন্ন পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের চাকুরি থেকে দ্রুত বরখাস্ত করা প্রয়োজন। তা না হলে মা*দ*ক কারবারি তথা অপরাধীরা চাকুরির আড়ালে অপরাধ কর্মকাণ্ডে উৎসাহী হবে।
এ ব্যাপারে এসআই মিলটন কুমার দেবদাস জানান, শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মা*দ*কের একাধিক মা*দ*ক মামলা রয়েছে। লোহাগড়া থানার এস আই আতিকুজ্জামান বাদী হয়ে মা*দ*কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।