নড়াইলে লোহাগড়ায় ডাকাতচক্রের ৬ সদস্য আটক

0
395

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় ডাকাতচক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাসের নেতৃত্বে রোববার (১১ আগস্ট) ভোরে লোহাগড়া উপজেলার কুমড়ি ও নোয়াগ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-লোহাগড়ার কুমড়ি পূর্বপাড়ার জহুর মোল্ল্যার ছেলে আরোজ (৩৫) আবুল হোসেনের ছেলে মসলেম ওরফে পাগলকটা (৫০), মোয়াজ্জেম কটার ছেলে বিপ্লব (২০) ও মসলেম শেখের ছেলে মামুন শেখ (২০) এবং পাশের নোয়াগ্রামের ওদুদ শেখের তুষার শেখ (৩০) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে জসিম (২৫)। এদের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও অপহরণের একাধিক অভিযোগ রয়েছে।

এসআই মিলটন কুমার দেবদাস বলেন, এর মধ্যে তুষার, জসিম ও আরজ ডাকাতি মামলার আসামি। এছাড়া মামুন, বিপ্লব, মসলেম ও আরজের নামে অপহরণের মামলা রয়েছে। আরজের নামে আটটি, তুষারের নামে পাঁচটি ও মসলেমের নামে তিনটি মামলা রয়েছে।