বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নড়াইলে বিচার বিভাগ ও আইনজীবী সমিতির কর্মসূচি পালন

2
12

স্টাফ রিপোর্টার

মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে বিচার বিভাগ, নড়াইল ও জেলা আইনজীবী সমিতির পক্ষ হতে কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বসু, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, সহকারী জজ রহমত আলী, সিনিয়র সহকারী জজ জাহিদুল আজাদ, বর্তমান সভাপতি এ্যাডঃ মোহম্মদ আলী, জিপি অচিন চক্রবর্তী, পিপি ইমদাদুল ইসলাম, বারের সেক্রেটারী উত্তম কুমার ঘোষ, এ্যাডঃ এস এ মতিন, এ্যাডঃ নজরুল ইসলাম, এ্যাডঃ রমা রানী রায়, এ ও মোঃ হাফিজুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারক মন্ডলী, আইনজীবীবৃন্দ ও জজশীপের কর্মচারীবৃন্দ। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধু মোর‍্যালে ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠান।