নড়াইলে ডেঙ্গু পরিস্থিতি উন্নতির দিকে

1
32

স্টাফ রিপোর্টার

নড়াইলে ডেঙ্গু পরিস্থিতি আগের তুলনায় উন্নতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় নড়াইল সদর হাসপাতলে মাত্র ২জন রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু ওয়ার্ডে ১৭ জন রোগী ভর্তি আছে। গত জুলাই মাসের ১৭ তারিখে ডেঙ্গু সনাক্ত হওয়ার পর থেকে নড়াইল সদর হাসপাতালে ১২৭ জন রোগীকে সেবা দেয়া হয়েছে। এবং ৮৪জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়া ৮০০ রোগীকে পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬ জন রোগীকে খুলনা মেডিকেলে রিফার্ড করা হয়েছে।

এই প্রসঙ্গে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান বাবু বলেন, নড়াইলে রোগীদের প্লাটিলেট দেয়ার ব্যবস্থা না থাকার কারণে খুলনা মেডিকেলে রিফার্ড করা হয়েছে। সদরের বাইরে লোহাগড়া স্বাস্থ্য কমপ্রেক্সে ৫জন ও কালিয়া স্বাস্থ্য কমপ্রেক্সে ১জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এদিকে মঙ্গলবার (২০ আগস্ট) নড়াইল সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের ও হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা ও নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।