আমাজনের দাবানল থামাতে ক্যাপ্রিও’র ৫০ লাখ ডলার সাহায্যের অঙ্গিকার

0
16

ডেস্ক/এসএস

দাবানলে জ্বলছে পৃথিবীর ফুসফুস আমাজনের একটি বড় অংশ। এই ঘটনা তাই ভাবিয়ে তুলছে সমগ্র পৃথিবীকে। অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের সহায়তার মাধ্যমে এগিয়ে আসছেন আমাজন সংরক্ষণে। তাদের মধ্যে অনেক বেশি এগিয়ে আসছেন টাইটানিক খ্যাত আভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও’র প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্স। জানা গিয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লিওনার্দো ডিক্যাপ্রিও ৫০ লাখ ডলার সাহায্যের অঙ্গিকার করেছেন।

এবছরের জুলাই মাসেই মাত্র কয়েক দিন আগে দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন সংযুক্ত হয় আর্থ অ্যালায়েন্স’র সঙ্গে। যাদের মূল লক্ষ্য হলো পৃথিবীর জলবায়ু ও পরিবেশ পরির্তন মোকাবিলায় জরুরী ভিত্তিতে কাজ করা। এজন্যই আমাজন বনের দাবানল থামাতে যতোটা সম্ভব চেষ্টা করতে প্রস্তুত হচ্ছিল এই প্রতিষ্ঠান। এরই মধ্যে আর্থ অ্যালায়েন্সর সাথে যুক্ত হওয়া দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমাজন রক্ষার স্বার্থে ডিক্যাপ্রিও ৫০ লাখ ডলার সাহায্যের অঙ্গিকার করেন। এই দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন গড়ে তোলেন হলিউড তারকা লিওনার্দো ও তার দুই বন্ধু লরিন পাওয়েল জবস এবং ব্রিয়ান শেথ। আর্থ অ্যালায়েন্স’র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই অর্থ আমাজন সংরক্ষণের জন্য স্থানীয় ৫টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে।