নড়াইল-২’র উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সংসদ সদস্য মাশরাফী

188
25

নিউজ ডেস্ক

নড়াইল-২ আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস।

তিনি জানান, নড়াইলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেছিলেন সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইলের মানুষ হিসেবে পুরোটা সময় আমরা একসঙ্গে ছিলাম।

জানা গেছে, নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিভিন্ন সময়ে পরামর্শ নিতে আসেন মাশরাফী এমপি।