বিনোদন ডেস্ক
২০০৯ সাল ছিল চলচ্চিত্রের ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। জেমস ক্যামেরুনের “অ্যাভাটার” যেন সকল সিনেমাপ্রেমীদের আত্মা ছুঁয়েছিল। বড় পর্দায় এমন ভিজুয়াল ইফেক্টস এর কাজ আর মোশন ক্যাপচার এনিমেশন কেউ কোনদিন দেখেনি। এপিক সায়েন্স ফিকশন জনরার সিনেমার গল্পও ছিল মনোমুগ্ধকর। কথা ছিল ২০১৪ সালে “অ্যাভাটার” এর সিক্যুয়েল দেখবে দর্শকরা। এরপর খবর বের হয়, ২০২০ সালের ২০ ডিসেম্বর মুক্তি পাবে। ১০ বছর পেরিয়েছে। আজও অধীর আগ্রহে প্রহর গুনছে দর্শকরা। পরিশেষে বহুল প্রতীক্ষিত “অ্যাভাটার ২” এর মুক্তির তারিখ জানান পরিচালক ক্যামেরুন। ঘোষণা করেন, “অ্যাভাটার ২” এর সম্ভব্য তারিখ ২০২১ সালের ১৭ ডিসেম্বর।
সূত্রে জানা যায়, ‘অ্যাভাটার থ্রি’ সিনেমার সম্ভাব্য মুক্তির তারিখ ছিল ২০২১ সালের ১৭ ডিসেম্বর, কিন্তু পরে পরিবর্তিত তারিখ ঘোষণা করা হয়, বলা হয় মুক্তি পাবে ২০২৩ সালের ২২ ডিসেম্বর। ‘অ্যাভাটার ফোর’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪ সালের ২০ ডিসেম্বর, তা পিছিয়ে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর করা হয়েছে। আর ‘অ্যাভাটার ফাইভ’ মুক্তির কথা ছিল ২০২৫ সালের ২০ ডিসেম্বর, এখন পিছিয়ে ২০২৭ সালের ১৭ ডিসেম্বর ঘোষণা করা হয়।