মাশরাফী ভাই আমার আদর্শঃ অনূর্ধ্ব-২১ নারী হকি অধিনায়ক নড়াইলের রিতু

0
84

ডেস্ক/এসএস

আগামী ৯ থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে নারী জুনিয়র এএইচএফ কাপ। এবার প্রথম বারের মতো আন্তর্জাতিক পর্যায়ে লড়তে যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ নারী হকি দল যেখানে এই দলের অধিনায়কত্ব দিবেন নড়াইলের কন্যা রিতু খানম। তার নেতৃত্বেই এবার লাল-সবুজ জার্সিধারী মেয়েদের আন্তর্জাতিক হকিতে অভিষেক হতে চলেছে।

এই টুর্নামেন্টে অংশ নিতে ৪ সেপ্টেম্বর ভোরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবে রিতুর হকি দলের কিশোরীরা। গতকাল রবিবার দুপুরে মওলানা ভাসানী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। পাশাপাশি প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ও ঘোষণা করেন তিনি। অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে নড়াইলের কন্যা রিতু খানমকেএবং তার সহকারী হিসেবে ঘোষণা করা হয়েছে কিশোরগঞ্জের রিয়া আক্তার স্বর্ণার নাম।

অনূর্ধ্ব-২১ নারী হকি দলের ক্যাম্পে থাকা ২৬ জনের মধ্য থেকেই ১৮ সদস্যের একটি চূড়ান্ত দল নির্বাচন করেন উপদেষ্টা কোচ ভারতীয় এ কে বানসাল। সিঙ্গাপুরের টুর্নামেন্ট নিয়ে বানসাল বলেন, “আমার ধারণা ভুল প্রমাণ করেছে দলটি। দিল্লি থেকে সাই একাডেমির দলটি আনার পেছনে অনেক কারণ ছিল। তাদের সঙ্গে ৬টি ম্যাচ খেলার পর অনেক কিছু পরখ করতে পেরেছি। আমি গোলের হিসেব করছি না। সাই একাডেমির বিপক্ষে বাংলাদেশ দলের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বিচার করে এবং প্র্যাকটিসে তাদের কলা কৌশল বিবেচনায় নিয়ে চূড়ান্ত বাছাই করেছি। আমার বিশ্বাস সিঙ্গাপুরে ভালো করবে মেয়েরা। আর যারা নির্বাচিত হয়নি তারা যে ভালো নয় সেটি বলা যাবে না। তারাও অনেক মেধাবী। কাউকে না কাউকে তো বাদ পড়তেই হবে, সেজন্যই ওরা বাদ পড়েছে।”

এদিকে শুধু টুর্নামেন্টে অংশ নিতে নির্বাচিত হওয়ার জন্যই নয় বরং নিজের দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়ায় অত্যন্ত আনন্দিত নড়াইলের রিতু খানম। তিনি তার নিজের জেলার মানুষ ও ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ভক্ত। ঠিক মাশরাফীর মতোই রিতু ও মাঠে নেতৃত্ব দিয়ে সফলতা আনতে চান । তিনি বলেন, “মাশরাফী ভাইকে আমি আমার আদর্শ মনে করি। ভাইয়া ক্রিকেট দলকে যেভাবে নেতৃত্ব দেন, আমি সেভাবে হকি দলকেও দিতে চাই।”

বাংলাদেশের হকি ফেডারেশনের পুরুষদের পাশাপাশি নারী হকি দল ও এগিয়ে গিয়েছে অনেক দূর। রিতু খানমের হাত ধরে এবার তারা মুখমুখি হতে চলেছে আরো কঠিন চ্যালেঞ্জের। প্রথম অধিনায়ক হয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া নব্য এই অধিনায়কের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এটা অনেক আনন্দের। কারণ, ক্যাপ্টেনসি সবাইকে দেয়া হয় না। শ্রেষ্ঠত্ব একজনের কাছেই যায়। অবশ্য আমি দলের মধ্যে শ্রেষ্ঠ, সেটা ভাববো না। তবে ভালো লাগছে যে আমি কিছু একটা করতে পেরেছি ।”

নিজের আদর্শ হিসেবে নিজ জেলা নড়াইলের কৃতী সন্তান মাশরাফীকে উল্লেখ করে রিতু খানম বলেন, “মাশারাফী ভাইয়ের সব কিছু আমার ভালো লাগে। ওনাকে আমি ফলো করি। তাকে অনুপ্রেরণা হিসেবে নেই। মাশরাফী ভাই যেমন ক্রিকেট টিমটাকে শ্রেষ্ঠত্বে নিয়ে গেছেন, আমি তেমন চেষ্টা করবো নারী হকি দলটাকে শ্রেষ্ঠত্বে নিতে।” সিঙ্গাপুর যাওয়ার আগে মাশরাফির সঙ্গে কথা বলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে রিতু বলেন, “মাশরাফী ভাইয়ের সঙ্গে আমার আগে কথা হয়েছে। খেলোয়াড় হিসেবে আমাকে চেনেন। এখন যদি যাওয়ার আগে সুযোগ হয়, আমি তার সঙ্গে কথা বলে দোয়া নিয়ে যাবো।”

মাশরাফী যেভাবে ক্রিকেট দলকে নেতৃত্ব দেন সেভাবে হকি দলকে রিতু কি নেতৃত্ব দিতে পারবেন? এই প্রসঙ্গে রিতু খানম বলেন, ‘ক্রিকেট আর হকি তো এক নয়। হকিকে যেভাবে লিড দেয়া দরকার আমি দেবো।” এই টুর্নামেন্টে তাদের লক্ষ্য কি থাকছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা যেহেতু নতুন যাচ্ছি আমাদের প্রথম লক্ষ্য থাকবে ভালো খেলা। বাংলাদেশ কতটা এগিয়েছে আর কতটা এগোতে পারে সেটা প্রমাণ করা।”