নিউজ ডেস্ক
বাহামায় ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে অন্তত ৭ জনের প্রাণহা*নি ঘটেছে। মঙ্গলবার বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিন্নিস এএফপিকে একথা জানান। মিন্নিস বলেন, আরো দুইজনের প্রাণহা*নি ঘটায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। তিনি আরো বলেন, “মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আমরা আশংকা করছি।”
রবিবার ভয়ংকর ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে বিধ্বস্ত হয় ক্যারিবিয়ান বাহামা দ্বীপপুঞ্জ। সোমবার রেডক্রস সূত্রে জানা যায়, সেখানে ১৩ হাজার বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেডক্রস জানিয়েছে, তারা দুর্যোগ পরিস্থিতি প্রাথমিকভাবে মোকাবেলায় এবং ৫ শ’ পরিবারকে জরুরি আশ্রয় সহায়তা দিতে তাদের জরুরি দুর্যোগ ত্রাণ তহবিল থেকে ২ লাখ ৫২ হাজার ডলার অর্থ প্রদান করেছে। এছাড়া রেডক্রসের শত শত স্বেচ্ছাসেবক, জরুরি প্রয়োজনে গাড়ি এবং ত্রাণ বোঝাই ৩০টি ট্রাক দুর্যোগ কবলিত এলাকায় পাঠানো হচ্ছে।