মেহেরপুরে দুই মাছ চাষিকে কু’পিয়ে হ’ত্যা

385
10

নিউজ ডেস্ক

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে মেহেরপুরে দুই মাছ চাষিকে কু’পিয়ে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার দরবেশপুর গ্রামের শৈলমারি বিলে এ ঘটনা ঘটে। নিহত চাষিরা হলেন- দরবেশপুর গ্রামের উকিলবাড়ী পাড়া এলাকার ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী। সম্পর্কে রোকনুজ্জামান-হাসানের চাচাতো ভাই।

মেহেরপুরের এসপি এসএম মুরাদ আলি সংবাদ মাধ্যমে জানান, রোকন ও হাসান প্রতি রাতের মতো বুধবার রাতেও বিল পাহারা দিচ্ছিলেন। এ সময় তাদের কো’পাতে থাকে কয়েকজন অ’স্ত্রধারী। এসময় ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে সদর থানা ও ডিবি পুলিশের দুটি দলসহ এসপি ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি আরো জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হ’ত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, রোকন ও হাসান সরকারি বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরেই মাছ চাষ করছেন। প্রতি রাতেই কয়েকজন লোক নিয়ে তারা বিল পাহারা দেন।