মাছের সঙ্গে এ কেমন শত্রুতাঃ নড়াইলে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি

2
31
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

নড়াইলে পূর্ব শ’ত্রুতার জের ধরে দিঘলিয়া গ্রামের মো: ইউনুস আহম্মেদের পুকুরে থাকা লক্ষাধিক টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। এ ব্যাপারে তিনি আভিযুক্তদের নাম উল্লেখ করে নড়াইল সদর থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছেন।

সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের মো: ইউনুস আহম্মেদ এর সঙ্গে একই গ্রামের মো: আব্দুল্লাহ, হাবিবুর রহমান, ওলিউর রহমান, রেজাউল ইসলাম, রফিকুল ইসলামের দীর্ঘদিনধরে পূর্ব শ’ত্রুতা চলে আসছিল। এর জের ধরে শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রতিপক্ষরা ক্ষতি সাধনের উদ্দেশ্যে ইউনুস আহম্মেদের পুকুরে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের পর বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এ ধরনের ক্ষতিতে ইউনুস আহম্মেদ দিশেহারা হয়ে পড়েন।

এ ব্যাপারে নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির ব্যাপারে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।