রাজধানীর গুলশান ও বনানী এলাকায় ভোক্তা অধিকারের সাড়াশি অভিযান

1
25

স্টাফ রিপোর্টার

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ও বনানী এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর নেতৃত্বে সহকারী পরিচালক মো: মাসুম আরেফিন ও  সহকারী পরিচালক মোঃ মাগফুর রহমান কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়।

বাজার তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন সংরক্ষণ এবং বিপণন করার দায়ে ক্যাফে বিসমিল্লাহ’কে ২৫ হাজার টাকা, প্যালেস রেস্টুরেটকে ১০ হাজার টাকা, ফাস্টফুড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, সিনামোন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করার দায়ে আল এরাবিয়ান বেকারিকে ২০ হাজার টাকা, মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ ও এম আর পি না থাকায় প্রিমিয়াম সুইটসকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সর্বমোট ৭টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা অভিযান এর সহায়তা করে। ভোক্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।