নিজের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখলেন মাসাকাদজা

9
8
নিজের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখলেন মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে আর্ন্তজাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। নিজের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখলেন তিনি। ব্যাট হাতে ৪২ বলে ৭১ রানের ইনিংস খেলেন মাসাকাদজা। তার ব্যাটিং নৈপুণ্যে শক্তিশালী আফগানিস্তানকে ৭ উইকেটে হারালো জিম্বাবুয়ে, যদিও ম্যাচ সেরা হয়েছেন দলের এমপোফু। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে সান্তনার জয় দিয়ে আসর শেষ করলো জিম্বাবুয়ে। লিগ পর্বে ৪ ম্যাচ খেলে মাত্র ১টি জয়ের স্বাদ পায় মাসাকাদজার দল। পাশাপাশি টি-২০ ক্রিকেটে এই প্রথমবার আফগানিস্তানকে হারালো জিম্বাবুয়ে। এর আগে ত্রিদেশীয় টুর্নামেন্টে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে পরাজিত করে বাংলাদেশ। এই জয়ে আফগানিস্তানকে নিয়ে ফাইনালে উঠে যায় স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ আফগানিস্তান: ২০ ওভারে ১৫৫/৮ (গুরবাজ ৬১, জাজাই ৩১, শফিকউল্লাহ ১৬, নাজিবউল্লাহ ৫, নবি ৪, নাইব ১০, ফজল ১২, রশিদ ৯*, আসগর ০, দওলত ০; এনডিলোভু ৪-০-২৩-০, জার্ভিস ৩-০-২৭-১, উইলিয়ামস ৪-০-৩৪-১, এমপোফু ৪-০-৩০-৪, বার্ল ১-০-১৩-০, মাদজিভা ১-০-৬-০, মুতুমবোদজি ৩-০-১৮-২)।

জিম্বাবুয়ে: ১৯.৩ ওভারে ১৫৬/৩ (টেইলর ১৯, মাসাকাদজা ৭১, চাকাভা ৩৯, উইলিয়ামস ২১*, মুতুমবোদাজি ১*; মুজিব ৪-০-২৮-২, দওলত ৩.৩-০-২৭-১, নাইব ৩-০-১৯-০, নবি ৪-০-৪০-০, রশিদ ৪-০-২৯-০, ফজল ১-০-১৩-০)। ফল: জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: ক্রিস এমপোফু।