ডেস্ক রিপোর্ট
শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে শোনাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনায় এসআইসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত বাস এসে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ পুলিশ লাইনের এসআই আবদুর রশিদ, নাজিরপুরের নারায়ণ হাওলাদারের ছেলে বিজন হাওলাদার, ওই বাসচালকের সহকারী রাসেল এবং যশোরথ মণ্ডলের ছেলে কমল মণ্ডল। আবদুর রশিদ ছাড়া অন্যদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম সংবাদমাধ্যমকে জানান, ইমাদ পরিবহনের বাসটি ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল। ভোর ৪টার দিকে উপজেলার শোনাশুর নামক স্থানে পণ্যবাহী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এসে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন এবং আহত হন ১৩ জন। পরে হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।