“আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে”- আজ মীনা দিবস

5
378

ডেস্ক/এমএস

আজ ২৪ সেপ্টেম্বর, (মঙ্গলবার) মীনা দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। সকাল ১০ টায় মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মীনা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’। জাতীয় পর্যায়ের উদযাপনের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও দিবস উদযাপন করা হবে। দিবসটি উদযাপন উপলক্ষে মীনা কার্টুন প্রদর্শনী, মীনা বিষয়ক আলোচনা, উপস্থিত শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, পাপেট ও মাপেট শো প্রদর্শনী এবং মীনা মেলার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, মীনা ৯ বছর বয়সী একটি উচ্ছল, প্রাণবন্ত ও সাহসী মেয়ে, যে তাঁর গ্রামের বিভিন্ন সুপরিবর্তনের লক্ষ্যে কাজ করে। দক্ষিণ এশীয়ার দেশগুলোতে বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের জন্য শিক্ষামূলক প্রচারণার অংশ হিসেবে ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত হয়ে থাকে। মীনা কার্টুনের সূচনা সঙ্গীত পরিচিত ও জনপ্রিয়ঃ

আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে
আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই
যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন
তাহলে থাকবো শুধু বোঝা হয়ে
শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে
আমিই তো কালকের খুশি আর আশা
আমারোতো সাধ আছে, আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে।