স্পোর্টস ডেস্ক
২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের খেতাব ও পুরস্কার জিতলেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো ও ফেভারিট ডাচ ডিফেন্ডার ভার্গিল ফন ডাইককে পেছনে ফেলে ফিফার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মিলানে অপেরা হাউজ লা স্কালায় সোমবার (২৩ সেপ্টেম্বর) ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ২০১৬ সালে ফিফার পুরস্কারটি চালু হওয়ার পর প্রথম দুইবার জিতেছিলেন পর্তুগালের রোনালদো, আর গতবার উঠেছিল ক্রোয়েশিয়ার লুকা মদরিচের হাতে।
পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে গত ৩১ জুলাই ১০ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। গত ২ সেপ্টেম্বর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।
গত মৌসুমে লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালে হেরে বিদায় নিলেও মেসি হয়েছিলেন ইউরোপিয়ান প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা। চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করা এই আর্জেন্টাইন লা লিগাতেও তার চমক দেখিয়েছেন। তার অনবদ্য পারফরম্যান্সে লিগ শিরোপা জিতে বার্সেলোনা। ২০১৮-১৯ মৌসুমে ৩৬ গোলে ইউরোপের ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হন মেসি।