প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিল গেটসের সৌজন্য সাক্ষাৎ

8
21

নিউজ ডেস্ক

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের বাইল্যাটারেল মিটিং রুমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান বিল গেটস।

সূত্রে জানা যায়, বাংলাদেশে বিল গেটস ফাউন্ডেশন ও মাইক্রোসফট কর্পোরেশনের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশীদার হতে ইচ্ছা প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এসময় তার বিভিন্ন পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বাংলাদেশের সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেন বিল গেটস।

সূত্রে জানা যায়, বিল গেটসের ফাউন্ডেশন বাংলাদেশকে সরাসরি কোন তহবিল দেয় না। গ্লোবাল ফান্ডসহ বেশকিছু প্রতিষ্ঠানকে অর্থ দেয় গেটস ফাউন্ডেশন। যেসব অর্থ বাংলাদেশের এনজিওগুলো পেয়ে থাকে। সাধারণত স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য ফান্ড দিয়ে থাকে গেটস ফাউন্ডেশন।