নড়াইলে বিপুল পরিমাণ গাঁ*জাসহ ২ মা*দক ব্যবসায়ী আটক

2
43

ডেস্ক রিপোর্ট

রবিবার (৩০ সেপ্টেম্বর) নড়াইলের লোহাগড়ার উত্তর লংকারচর থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ গাঁ*জাসহ দুই মা**দক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। সূত্রে জানা যায়, এলাকার জহির মোল্লার হাতে একটি গাঁ*জা ভর্তি পলেথিনের ব্যাগ পায় পুলিশ। অপরদিকে অভিযানে আবেদ শেখ নিজ ঘর থেকে আর একটি গাঁ*জা ভর্তি ব্যাগ উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন আবেদ শেখ (২৭) উত্তর লংকারচরের মৃত আমজাদ শেখের ছেলে এবং একই এলাকার বাবলু মোল্লার ছেলে জহির মোল্লা। উভয়ের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা আটক করা হয়েছে।