৮ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ১১-২০ গ্রেডের সরকারী চাকুরিজীবীদের স্মারকলিপি পেশ

3
17

স্টাফ রিপোর্টার

১১-২০ গ্রেডের সকল সরকারী চাকুরিজীবীদের চলমান বেতন বৈষম্য নিরসন করে গ্রেড সংখ্যা কমানোসহ ৮দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১-২০ গ্রেডের সরকারী চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরার মাধ্যমে কমিটির সদস্যরা স্মারকলিপি প্রদান করেন।

৮দফা দাবি সমূহের মধ্যে রয়েছে ১১-২০ গ্রেডের সকল সরকারী চাকুরিজীবীদের চলমান বেতন বৈষম্য নিরসন করে গ্রেড সংখ্যা কমানোসহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনণে ভাতাসমূহ পুনঃনির্ধারণ, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনঃবহাল, ব্লক পদ বিলুপ্ত করে সকল পদে পদোন্নতি, এক ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়ণ ও নিম্ন বেতনভোগীদের রেশন ও শতভাগ পেনশন সুবিধা প্রদান।

স্মারকলিপি প্রদানকালে জাতীয় শ্রমিকলীগ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, ১১-২০ গ্রেডের সরকারী চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের নেতা মোঃ আল ইমরান রাজু, মোঃ রফিকুজ্জামান, কে এম তুষার, মশিউর রহমান, মোঃ মোহন মোল্যাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।