নিউজ ডেস্ক
দুই দিনের সফরে ঢাকা থেকে খুলনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে মহানগরীর খালিশপুরে অবস্থিত নৌঘাঁ–টি বানৌজা তিতুমীরের ভিভিআইপি হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এরপর রাষ্ট্রপতিকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান নৌবাহি—নীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ। পরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। রাষ্ট্রপতির সাথে খুলনা সফরে এসেছেন তাঁর সহধর্মিণী রাশিদা খানম নৌবাহি–নীর প্রধান এ এম এম এম আওরঙ্গজেব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ।
সন্ধ্যা সাড়ে ৭টায় বানৌজা তিতুমীরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগদানের কথা রয়েছে। আগামীকাল দুপুরে বিএনএস বেস তিতুমীরে অ্যাওয়াডিং অফ ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি ও সশ—স্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ। এছাড়া এই সফরকালে তিনি নৌবাহি–নীর আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল বিকেলে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।