নড়াইলে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী ও কুমারী পূঁজা অনুষ্ঠিত

0
14

স্টাফ রিপোর্টার

হিন্দু ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নড়াইলে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। রবিবার মহাঅষ্টমী পূঁজা অনুষ্ঠিত হয়। এই অষ্টমীতে অশুর নিধনের জন্য কিশোরীকে কুমারী সাজিয়ে পূঁজা করা হয়। নড়াইল নিশিনাথ তলা মন্দির, বাধাঁঘাট মন্দির ও রামকৃষ্ণ মিশন ও মঠে কুমারী পূঁজা অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের মিতালী সংঘ, টাউন কালীবাড়ি, রূপগঞ্জ বাজার কালীবাড়ি, বাধাঁঘাট পূঁজা মন্ডপ, মহিষখোলা, চরের ঘাট, সূর্য্যসেন ক্লাবসহ জেলার বিভিন্ন পূঁজা মন্ডপে অষ্টমী পূঁজা অনুষ্ঠিত হয়েছে।

অষ্টমী পূজার অঞ্জলী দিতে প্রতিটি পূঁজা মন্ডপে বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় ছিল লক্ষনীয়। অশুর বধের জন্য এই দিনে দেবী দূর্গা কুমারী রূপ ধারণ করে অশুররূপী শত্রু নিধনে মত্ত হন। সেই থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় মহাঅষ্টমিতে কুমারী পূঁজা করে আসছে। তাই মহাঅষ্টমিতে কিশোরীকে কুমারী সাজিয়ে মন্দিরে মন্দিরে চলছে পূঁজা অর্চনা ও দেবীর আরাধনা।