সম্রাটকে গ্রেপ্তারে বিলম্ব, কারণ জানালেন র‍্যাব মহাপরিচালক

3
37

নিউজ ডেস্ক

ব*হিষ্কৃত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতারে দেরি হওয়ার কারণ জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, ক্যা*সিনোর বিরু*দ্ধে অভিযান শুরুর দু’একদিন পরই ঢাকা ছাড়েন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তিনি ঢাকার বাইরে আ*ত্মগোপনে চলে যান।

রোববার (৬ অক্টোবর) কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতারের পর ঢাকায় র‌্যাব সদরদফতরে ব্রিফিংয়ে র‌্যাব পরিচালক এ তথ্য জানান। তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নন। এ দেশে সবাই সমান অধিকার ভোগ করবেন। আইন মেনে চলবেন। কেউ যদি আইন অমান্য করেন, বেআ*ইনি কাজে লিপ্ত হন, তাকে শা*স্তি পেতে হবে।”

বেনজীর বলেন, সম্রাট গ্রেফতার এড়াতে নানা কৌশলের আশ্রয় নিয়েছিলেন। ক্যা*সিনোর বিরু*দ্ধে অভিযানের সময় সম্রাটের নাম এসেছে। ক্যা*সিনো ব্যবসায় যুক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, ক্যা*সিনোর সঙ্গে আরো যারা সরাসরি জড়িত, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযান চলমান রয়েছে।

এর আগে ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে এবং তার সহযোগী আরমানকেও গ্রেফতার করে র‌্যাব। পরে তাদেরকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয় সম্রাট।