নিউজ ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের হ*ত্যাকাণ্ড নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যে অপরাধ করবে সে কোন দল করে সেটা দেখি না। অপ*রাধীর কোনো দলীয় পরিচয় নেই।’
বুধবার (৯ অক্টোবর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান ও সদ্য শেষ হওয়া ভারত সফরে অর্জন ও সফলতা তুলে ধরতে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়েছি যে তারা যেন ঐ সময়ই আলামত সংগ্রহ করে। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। কিন্তু দু*র্ভাগ্যের বিষয় হলো পুলিশ যখন সিসিটিভি ফুটেজ জ*ব্দ করতে গেল তখন তাদের বাঁধা দেওয়া হলো। পুলিশ প্রধান সে সময় আমাকে জানালো যে, সিসিটিভি ফুটেজ নিতে বাধা দেওয়া হচ্ছে। পরে ফুটেজটা দিয়েছে অবশ্য তাতে প্রায় তিন ঘণ্টা বিলম্ব হয়ছে। আমি নির্দেশ দিয়েছে যাদের সন্দেহ হবে তাদেরকেই গ্রেফতার করতে হবে। অন্যা*য়ভাবে একটা ছেলেকে হ*ত্যা করা হবে আর আমরা বসে বসে দেখব তা হবে না। যারা এ ধরনের ঘটনা ঘটবে তাদেরকে শা*স্তির আওতায় আনা হবে।’
ক্যাম্পাসে হ*ত্যার ঘটনায় শিক্ষা কর্যক্রম ব্যাহত হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোন শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটলে তাতে শিক্ষার কার্যক্রম ব্যাহত হয়। শিক্ষার পরিবেশ ন*ষ্ট হয়।’ প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিচারের জন্য কে দাবি করল বা না করল তা দেখা হয় না। অ*পরাধী অ*পরাধ করলে তার শা*স্তি হবে। এর জন্য আলাদাভাবে বিচার চাইতে হবে না।’
ছাত্রলীগের অ*পরাধীদের ছাড় দেওয়া হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের মধ্যে কেউ অ*পরাধ করলে তাকে কোনো সময়ই ছাড় দেওয়া হয়নি। বুয়েটের শিক্ষার্থী আবরার হ*ত্যায় যারা অংশ নিয়েছে বলে সংগঠন প্রমাণ পেয়েছে তাদেরই বহিষ্কার করেছে। আইন অনুযায়ী এদের বি*রুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটা ছেলে কতটুকুই বা বয়স তাকে হ*ত্যা করা হলো। সন্তান হারা মা ও বাবা সন্তান হা*রানোর কষ্ট বোঝেন? আমি এ কষ্ট বুঝি।’