স্পোর্টস ডেস্ক
সম্প্রতি ১৩ দফা দাবি আদায়ে ক্রিকেটাররা ধর্মঘট ডাকলে দেশের ক্রিকেটে এক অচলাবস্থা সৃষ্টি হয়। পরে বিসিবি অধিকাংশ দাবি মেনে নিলে ধর্মঘট প্রত্যাহার করেন ক্রিকেটাররা। তবে কোনভাবেই যেন অস্থিতিশীলতা দেশের ক্রিকেটের পিছু ছাড়ছে না। প্রতিদিনই একেকটি নতুন সমস্যা তৈরি হচ্ছে।
এবার বিসিবির সাথে চুক্তির শর্ত ভঙ্গের দায়ে জড়িয়ে পড়লেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি’র মতে তাদের সাথে শর্তভঙ্গ করে মোবাইল কোম্পানির পণ্য-দূত হওয়ায় সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার ক্রিকেটারদের ধর্মঘটের সময় সাকিব আল হাসানকে নিজেদের নতুন ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে জাতীয় দলের সাবেক টাইটেল স্পন্সর গ্রামীণফোন। এ বিষয়ে নিজামউদ্দিন বলেন, সাকিব যা করেছে তাতে বোর্ডের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে। এছাড়াও যেভাবে চুক্তি করা হয়েছে তাতে নিয়ম ভাঙা হয়েছে। আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
শনিবার মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ বিষয়ে বলেন, বিসিবি’র আইন অনুযায়ী সাকিব এটা কোনোভাবেই করতে পারে না। ওই টেলিকম কোম্পানিও জানে, খেলোয়াড়রাও জানে এটা চুক্তিতে নেই। কাজেই এটা কেন করলো, তবে ওকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এজন্য আমরা চিঠি (লিগ্যাল নোটিশ) দিয়েছি। এতটুকুই বলতে পারি এটা করতে পারে না। ভারত সফরকে সামনে রেখে সাকিবকে কোন ছাড় দেয়া হবে কিনা প্রসঙ্গে তিনি বলেন, “ছাড় দেয়ার প্রশ্নই আসে না।”