নড়াইলে জেলা পর্য়ায়ের বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
17

স্টাফ রিপোর্টার

নড়াইলে জেলা পর্য়ায়ের বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, জাতীয় সংগীত প্রতিযোগিতায় ক-গ্রুপে নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, খ-গ্রুপে চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রথম এবং গ-গ্রুপে-লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান লাভ করে। প্রতিযোগিতায় ক গ্রুপ (শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী ), খ গ্রুপ (ষষ্ঠ-অষ্টম শ্রেনী) এবং গ গ্রুপ (নবম-দ্বাদশ শ্রেনী) এর ৩টি উপজেলার (প্রাইমারী, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের) বিজয়ী, প্রতিযোগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।