নড়াইলে জাতীয় যুব দিবস পালিত

0
32

স্টাফ রিপোর্টার

“দক্ষ যুব গড়ছে দেশ বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় যুব দিবস শুক্রবার পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ,নড়াইলের আয়োজনে যুব র‌্যালী, বৃক্ষরোপন কর্মসূচি, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব র‌্যালীটি বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে এসে শেষ হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ এম সাইফুল আনামের সভাপতিত্বে যুব ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।