নড়াইলে মানব পা’চারের মামলা দ্রুত নিষ্পত্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
20

স্টাফ রিপোর্টার

নড়াইলে “মানব পা’চার থেকে উদ্ধারকৃত ভিকটিমদের সামাজিক পুনর্বাসন ও মানব পা’চারের মামলা সমূহ দ্রুত নি’ষ্পত্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে বে-সরকারি সংস্থা জাস্টিস এন্ড কেয়ার, বাংলাদেশের সহযোগীতায় এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। সভায় মানব পাচার থেকে উদ্ধারকৃত ভিকটিমদের সামাজিক পুনর্বাসন ও মানব পা’চারের মামলা সমূহ দ্রুত নিষ্পত্তির বিষয়ে কি কি করনীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদের (রাজস্ব) সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাস, জাস্টিস এন্ড কেয়ার,বাংলাদেশের আইন উপদেষ্টা রেজা তারিক আহম্মেদ, ব্যবস্থাপনা পরিচালক সিরাজ উদ্দিন বেলাল, প্রকল্প কর্মকর্তা মোঃ মহিদ মোসেন, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভাগের বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।