৪ লাখ টাকার পেঁয়াজসহ আটক দুই

0
23

ডেস্ক রিপোর্ট

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সিলেটের বটেশ্বর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে পেঁয়াজ বোঝাই ট্রাকসহ দুই জনকে আটক করেছে র‍্যাব। সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা ট্রাকভর্তি পেঁয়াজসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোয়াইনঘাট উপজেলার মিত্রাকেল গ্রামের আব্দুল হকের ছেলে লায়েছ উদ্দিন ও রাজশাহীর গোয়ালিয়া থানার উপভাদ্রা এলাকার আরমান আলীর ছেলে মোঃ মিরাজ আলী। র‌্যাব-৯ এর অ্যাডিশনাল এসপি (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান বলেন, সকালে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে লায়েছ ও মিরাজ ট্রাকে করে দুই হাজার ২৪০ কেজি পেঁয়াজ নিয়ে আসেন। এ সময় আমদানির কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পেঁয়াজসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত পেঁয়াজের আনুমানিক মূল্য চার লাখ টাকা।