স্টাফ রিপোর্টার
লবণ সংকট ও দাম বৃদ্ধির গু’জব ছড়িয়ে কেউ যাতে বিশৃ’ঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য মাঠে নেমেছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। দোকানে গিয়ে তল্লাশি করতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নড়াইল জেলায় একইভাবে বাজার পরিদর্শন করছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ম্যাজিস্ট্রেট।
ইতোমধ্যে নড়াইলে গু’জব ছড়িয়ে অবৈ’ধভাবে লবণ সংকট করে দাম বৃদ্ধি করার অপরাধে যৌথ অভিযান চালিয়ে ০৫ (পাঁচ) জনকে বিভিন্ন মেয়াদে সা’জা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা, নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), এবং জেলা ম্যাজিস্ট্রেট নড়াইল। এসময় নড়াইল পুলিশ সুপার জনগণের উদ্দেশ্যে বলেন, “কেউ গু’জবে বিভ্রান্ত হয়ে বেশি দামে লবণ কিনবেন না, যারা লবণ নিয়ে বিভ্রান্ত ছড়িয়ে দেশকে অস্থি’তিশীল করতে চায় তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বাজারে লবণ সরবরাহ কম অথবা পাওয়া যাচ্ছে না এই মর্মে গুজ’ব ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছে। কোন কোন ব্যবসায়ী এই গু’জবকে পুঁজি করে অস্বাভাবিক দামে লবণ বিক্রয় করছেন মর্মে অভিযােগ পাওয়া যাচ্ছে। জনসাধারণকে এ ধরণের গু’জবে কর্ণপাত না করার জন্য অনুরােধ করা হলাে।
উল্লেখ্য যে, নড়াইল জেলা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সার্বিক পর্যবেক্ষণ পরিচালনা করছেন। যদি কোন ব্যবসায়ী এ ধরনের কর্মকান্ডে লি’প্ত থাকেন বা জনসাধারণকে বিভ্রান্ত করেন তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে লবণের কোন ঘাটতি নেই৷ অহেতুক বিভ্রা’ন্তি সৃষ্টি ও লবণের মূল্যবৃদ্ধি রােধকল্পে জনসাধারণকে একই সাথে বেশি পরিমাণ লবণ ক্রয় না করার জন্য এবং একজন ক্রেতার নিকট অস্বাভাবিক পরিমাণ লবণ বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের অনুরােধ করা হলাে।”