নিউজ ডেস্ক
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ১৫টি ট্রলার যোগে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ছয় ব্যবসায়ীর ৭৯০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। এসব পেঁয়াজ এসেছে মিয়ানমার থেকে। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন বলেন, ব্যবসায়ী ফেরদৌসের ১১৯.৭৬০, কামরুলের ১০.৬০২, এনামের ১৩৫.৩০০, হাশেমের ২৯৯.৪০০, বাহদুরের ১৬৫.৬০, নুরুল কায়েসের ৫৯.৮৮০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।
ব্যবসায়ীরা বলেন, দেশে পেঁয়াজ সংকটের সময় ও মূল্যবৃদ্ধিতে দেশের চাহিদা মেটাতে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। যদিও অনেক পেঁয়াজ আসার পথে নষ্ট হচ্ছে, দেশের সংকট মোকাবিলায় আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এদিকে জানা যায়, মিয়ানমারের পেঁয়াজের দাম বাড়ার কারণে পেঁয়াজ আমদানি দিন দিন কমছে। স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে এসব পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে।