‘গাঁ’জা টান দিয়ে একতারা বাঁজানো যায়, কিন্তু জীবনের একতারা ছিঁড়ে যায়’- ডিআইজি খুলনা

8
18
খুলনা ডি আই জি, গাঁ'জা টান দিয়ে

ডেস্ক রিপোর্ট

খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, ‘গাঁ’জা টান দিয়ে একতারা-দোতারা বাঁজানো যায়, কিন্তু শরীর ও জীবনের একতারা ছিঁড়ে যায়। মা’দক সব সময় আপনাকে ঘোরের মধ্যে রাখবে, আপনি স্থির থাকতে পারবেন না।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মা’দক, স’ন্ত্রাস ও জ’ঙ্গিবাদ বিরোধী ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। কুষ্টিয়া জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে। এ সময় ডিআইজি ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাস্তবায়নে পুলিশকে সহযোগিতা করাসহ নতুন এ আইন মেনে চলারও আহবান জানান।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের (পিপিএম, বার) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সেলিম তোহা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর রেবা মন্ডল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর নাসিম বানু, এসপি মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর ও এএসপি ফারজানা আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।