নড়াইলে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
17

স্টাফ রিপোর্টার

নড়াইলে জেলা লিগ্যাল এইড কমিটির নভেম্বর’১৯ এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা ৪ঃ ৩০ মিনিটে জেলা ও দায়রা জজের সভাকক্ষে ভারপ্রাপ্ত জেলা দায়রা জজ হায়দার আলী খন্দকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার সুবিধাবঞ্চিত মানুষকে বিনা খরচে আইনগত সহায়তা প্রদান, সর্বস্তরের মানু্ষকে লিগ্যাল এইড সম্পর্কে পরিচিত করানো ছিল সভার আলোচ্য বিষয়।

এসময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মেহেদী আল-মাসুদ, পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত), জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি শোমা খাতুন, সিভিল সার্জনের প্রতিনিধি, জেল সুপারইন্টেন্ডেন্ট, সমাজসেবা প্রতিনিধি, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর; জেলা শিশু বিষয়ক কমকর্তা, কারাগার পরিদর্শক, ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী, প্রোগ্রাম অফিসার; ওয়ান-স্টপ-ক্রাইসিস সেল, নড়াইল সদর হাসপাতাল ও নড়াইল কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিচারকগণ, আইনজীবী ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কমিটির সদস্য-সচিব পশুপতি বিশ্বাস, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)।