স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়ায় ফাঁদের সঙ্গে পাখির ডাকের সাউন্ড বক্স লাগিয়ে অভিনব কায়দায় পাখি শি’কার করার দায়ে দুই পাখি শি’কারিকে দুই মাস করে জেলের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়ার ইউএনও মোঃ নাজমুল হুদা ওই দ’ণ্ডদেশ দেন।
পুলিশ জানায়, খুলনার তেরখাদা উপজেলার আমনালী গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে মাসুদ মোল্যা (২৫) ও নড়াইল সদর থানার চানপুর গ্রামের মৃত খোকা সরদারের ছেলে জসীম সরদার (২৮) বুধবার (২৭ নভেম্বর) ভোরে পখি ধরার ফাঁদের সঙ্গে বিভিন্ন প্রজাতির পখির ডাক সম্বলিত সাউন্ডবক্স লাগিয়ে উপজেলার পাঁচগ্রাম বিলে পাখি শি’কার করার সময় কালিয়া থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে সন্ধ্যায় ইউএনও’র ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে সোপর্দ করলে আদালত তাদের প্রত্যেককে দুইমাস করে বিনাশ্রম কারাদ’ণ্ডের আদেশ দেন।