নড়াইলে প্রাইভেট ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টারের মানোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

3
22

স্টাফ রিপোর্টার

নড়াইলে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নড়াইল জেলা শাখার আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের হল রুমে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাস। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন খুলনা বিভাগের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কমিটির কো-অর্ডিনেটর মোঃ আতিয়ার রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শামিম রেজা, কালিয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলহাজ শরীফ শাহাবুর রহমান, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুননাহার, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, আল মদিনা ক্লিনিকের প্রোপাইটার ওয়াহিদুজ্জামান লিংকনসহ জেলার সকল প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।