নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত শিশু

4
212
নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত শিশু
নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত শিশু

স্টাফ রিপোর্টার

নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নয়ন শেখ (৯) নামের এক শিশু নিহত ও অপর দুইজন আহত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লোহাগড়ার লক্ষ্মীপাশা-মহাজন সড়কের লুটিয়া খালচর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপাশা স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী মোটরসাইকেল মহাজন যাবার উদ্দেশে রওনা হয়ে লুটিয়া খালচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে কুমড়ি মধ্যপাড়া গ্রামের রহমান শেখের ছেলে নয়ন শেখ নিহত হয়।

আহতরা হলো- কুমড়ি মধ্যপাড়ার মতিয়ার মোল্যার ছেলে মিরাজুল মোল্যা (১৮) ও বাটিকাবাড়ির সাদিয়া (১৭)। এলাকাবাসী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাইমা জানান, হাসপাতালে আনার পূর্বেই নয়নের মৃত্যু হয়েছে। বাকি দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে ট্রলি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।