ফরিদপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষঃ নড়াইলে নিহত তাকিয়ার বাড়িতে শোক

3
105
ঢাকা-মাওয়া মহাসড়কে

স্টাফ রিপোর্টার

ফরিদপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ জনের মধ্যে লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের তাকিয়া খানম (১৩) একজন। তার বাড়িতে এখন শোকের মাতম চলছে। তাকিয়া খানম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী। সে লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে আকিদুল ইসলাম মোল্যার মেয়ে। তাকিয়ারা দুই ভাই বোনের মধ্যে সে ছোট। তাকিয়া বোয়ালমারী খালা বাড়ি থেকে খালা খালু ও খালাতো ভাই বোনদের সাথে মাইক্রোবাস যোগে ঢাকা যাচ্ছিল। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা- ফরিদপুর মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে তাকিয়ার মরদেহ তার স্কুলে আনার পর সহপাঠিরা এবং স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীরা কান্নায় ভেঙ্গে পড়ে।

পরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক ও ছাত্রী-ছাত্রী এবং বিভিন্ন শ্রেনীর পেশার মানুষজন এ শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, তাকিয়ার পিতা মো আকিদুল মোল্যা প্রমুখ। পরে বিকালে তাকিয়ার গ্রামের বাড়ি জয়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।