স্টাফ রিপোর্টার
২০১৩ সালের ৯ জানুয়ারী সারাদেশে ২৬হাজার ১শত ৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও লক্ষাধিক শিক্ষকের চাকুরী সরকারীকরণ উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি লোহাগড়া উপজেলার শাখার আয়োজনে নিরিবিলি পিকনিক স্পট ভিআইপি লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি লোহাগড়া উপজেলার শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম সিকদারের সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা, সম্মাণিত অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বিশেষ অতিথি লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নারী নেত্রী আঞ্জুমান আরা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি লোহাগড়া উপজেলার শাখার উপদেষ্টা মোঃ হুমায়ুন কবীর, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক মোঃ বদিয়ার রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি লোহাগড়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয় যত ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন ছিল তা দিয়ে ছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজিষ্ট্রার্ডকৃত শিক্ষকদের কথা চিন্তা করে ২০১৩ সালে ২৬হাজার ১শত ৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও লক্ষাধিক শিক্ষকের চাকরী সরকারীকরণ করে এসব পরিবারের মুখে হাসি ফুঁটিয়েছেন। আমাদের দেশের শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। কোমলমতি শিক্ষার্থীদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদানের মধ্যদিয়ে আজকের শিশুরা আগামীদিনে দেশের যোগ্য নাগরিক হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী রায়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিয়ার রহমান, শ্রেষ্ঠ কাব শিক্ষক মাইগ্রাম চরদিঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান ও ২০১৬সালে লোহাগড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মোঃ ফারুক জমাদ্দারকে সম্মাননা স্বারক প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত অন্যান্য সদস্য, জাতীয় চার নেতা, বৃদ্ধিজীবীসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ বদিয়ার রহমান। অনুষ্ঠানে লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।