নড়াইলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

2
19
নড়াইলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসাবে সদর উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার ছাত্রদের দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া অফিস নড়াইল এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পৌর এলাকার মহিষখোলা ভলিবল একাডেমি ২৫-১৬ পয়েন্টে সদরের মাইজপাড়া ইউনিয়নের দূর্গাপুর দাখিল মাদ্রাসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ প্রতিযোগিতায় সদর উপজেলা ৮ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা অংশগ্রহণ করে।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ক্রীড়া পরিদপ্তর, ঢাকার সহকারি পরিচালক (সংগঠন) মোঃ নূরুল ইসলাম। জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কারুজ্জামানের সভাপতিত্বে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে, জেলা ক্রীড়া সংস্থার ভলিবল পরিষদেও সাধারন সম্পাদক কে,এম তৌহিদুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। বিকালে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।