স্পোর্টস ডেস্ক
চোট বা ইঞ্জুরি যেন ছাড়ছেই না জাতীয় দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। বঙ্গবন্ধু বিপিএলে শনিবার রাতে ফিল্ডিংয়ের সময় হাতে আঘাত পেয়েছেন ঢাকা প্লাটুন অধিনায়ক। তার বাম হাতে পড়েছে ১৪টি সেলাই। খুলনা টাইগার্সের ব্যাটিং এর সময় একাদশ ওভারের ঘটনা সেটি। মেহেদি হাসানের বলে রাইলি রুশো ড্রাইভ করলে বল তীব্র গতিতে কাভার দিয়ে যেতে থাকে। এসময় ঝাঁপিয়ে ক্যাচ নিতে গেলে আঘাত পান মাশরাফী।
মাঠে মাশরাফীর ব্যথার তীব্রতা আন্দাজ করা যায়। তখনই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। আর মাঠে ফিরতে পারেননি। সূত্রে জানা যায়, অধিনায়কের হাতের তালু অনেকখানি কেটে গিয়েছে। পরে ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান নিশ্চিত করেন, ১৪টি সেলাই লেগেছে মাশরাফীর হাতে। জানা যায়, হাতে সেলাই নিয়েই সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে চেয়েছেন মাশরাফী।