স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়ায় নওফেল হায়দার নামে এক সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার কলাবাড়ীয়া বাজারের (পশ্চিম পার) রিয়াজের কম্পিউটারের দোকানে এ চাঁদা দাবীর ঘটনা ঘটে। নড়াগাতী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু তালুকদার ওই সাংবাদিকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজীর লিখিত এ অভিযোগ করেন। অপরদিকে অভিযুক্ত নওফেল হায়দারও নড়াগাতী থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কলাবড়ীয়া ইউনিয়নের মুলখানা গ্রামের রেজা হায়দারের (টুটু) ছেলে নওফেল হায়দায় (৩৪) তিনমাস যাবত মোবাইল ফোনে নড়াগাতী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু তালুকদারের নিকট চাঁদা দাবী করে আসছিল। সোমবার (২০জানুয়ারী) সন্ধ্যা অনুমান ৬টার সময় কলাবাড়ীয়া বাজারের (পশ্চিম পার) রিয়াজের কম্পিউটারের দোকানে তাঁর নিকট নওফেলসহ অজ্ঞাতনামা ৩-৪জন সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৬০হাজার টাকা চাঁদা দাবী করে। রাজুর সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হলে একপর্যায় হাতাহাতির ঘটনাও ঘটে। এঘটনায় রাজু তালুকদার ও নওফেল হায়দার দু’জন পৃথকভাবে বাদী হয়ে মঙ্গলবার উপজেলার নড়াগাতী থানায় দু’টি অভিযোগ দায়ের করে।
এ প্রসঙ্গে নড়াগাতী থানার ওসি আলমগীর কবির বলেন, ‘নড়াগাতী থানায় দু’পক্ষের দু’টি মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। যাচাই বাছাই করে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’