নড়াইলে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০’র উদ্বোধন

0
47
নড়াইলে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০'র উদ্বোধন
নড়াইলে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০'র উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে দিনব্যাপী আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইল দক্ষিণ-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নড়াইল এর আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কাজী মাহবুবুর রশীদ। ১৫টি ইভেন্টে জেলার তিন উপজেলা থেকে বিজয়ী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ শাহ আলমের সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জআমান, নারীনেত্রী আঞ্জুমান আরা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।