স্টাফ রিপোর্টার
নড়াইলে অটিজম বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় প্রথমে অটিজম বিষয়ক সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বিশেষ অতিথি নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন সিকদার, সিকদার ফাউন্ডেশনের সহ-সভাপতি নারী নেত্রী আঞ্জুমান আরা প্রমুখ।
সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসবে নড়াইল সদর উপজেলাধীন ৪০জন বুদ্ধি বিকাশ (অটিস্টিক) শিক্ষার্থীরা অংশ নেয়। ক্রীড়া উৎসব শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী. সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।