নড়াইল প্রতিনিধি
মাশরাফি বিন মুর্তজার প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইলের লোহাগড়ায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী শালনগর মার্ডান একাডেমিতে প্রায় চার শ চক্ষু রোগীর চিকিৎসা দেওয়া হয়।
দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের অর্থায়নে এ চিকিৎসা দেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক এ কে আজাদ ও খান নাহিদ মুরাদ। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সমন্বয়ক হায়দার আলী খান জানান, চিকিৎসা দেওয়ার পর যেসব রোগীর ছানি অস্ত্রোপচার করা প্রয়োজন তাঁদের আজই খুলনায় বিএনএসবি হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হবে। আবার তাঁদের এখানে পৌঁছে দেওয়া হবে।
এ চক্ষু ক্যাম্প উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, সহসভাপতি এ কে এম ফয়জুল হক, শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান তসরুল ইসলাম ও এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, এক্সপ্রেস ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম কামরুল আলম, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, সদস্য তানভীর আহমেদ, আবু আব্দুল্লাহ, ওই বিদ্যালয়ের সভাপতি মো. রাজা মিয়া ও প্রধান শিক্ষক গোপাল চন্দ্র কুন্ডু প্রমুখ।