স্টাফ রিপোর্টার
শনিবার (২৯ ফেব্রুয়ারি) নড়াইলে বেলা ১২টায় ডায়াবেটিক সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নড়াইল ডায়াবেটিক সমিতি মাছিমদিয়ায় র্যালি, আলোচনা সভা ও ফ্রি রক্ত পরীক্ষা করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহ সভাপতি এ্যাডঃ ইশবাল হোসেন সিকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ শ্যামল কৃষ্ণ সাহা, এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, ডাঃ দীপ বিশ্বাস ,আঃ মান্নান প্রমুখ। এবারের আলোচ্য বিষয় ছিল “ইনসুলিন যার দরকার ইনসুলিন তার অধিকার।”
বক্তারা বলেন, ডায়াবেটিস আমাদের জীবনে অন্ধত্ব , অঙ্গহানি, হৃদরোগ, কিডনি জটিলতা ও অশাল মৃত্যুর কারণ হতে পারে। সামান্য উদ্যোগে আমরা এ রোগের ঝুঁকি কমিয়ে আনতে পারি।