নড়াইল প্রতিনিধি
জাতির পিতার জন্ম শত বার্ষিকী ও মুজিব বর্ষ পালন উপলক্ষ্যে নড়াইলে জাতীয় নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চিত্রা থিয়েটার ও যুগান্তর নাট্য সংসদের যৌথ আয়োজনে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম ( বার), বাংলাদেশ গ্রুপ থিয়েটারের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ খান, যুগান্তর নাট্য সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, চিত্রা থিয়েটারের সাধারন সম্পাদক ইমান আলী মিলন,চিত্রা থিয়েটার ও যুগান্তর নাট্য সংসদেও কর্মকর্তা , জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তাগণ, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশারমানুষ এ সময় উপস্থিত ছিলেন।
আলেঅচনা সভা শেষে এ উৎসবে চিত্রা থিয়েটারের পরিবেশনায় মনোজ মিত্রের নাটক -কাক চরিত্র এবং যুগান্তর নাট্য সংসদ পরিবেশনায় মাইকেল মধুসুধন দত্তের – মেঘনাথবধ কাব্য অনুষ্ঠিত হয়।