কালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৭, আটক ৪

45
493
কালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৭, আটক ৪
কালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৭, আটক ৪

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষ কুবাদ মোল্যার নেতৃত্বে হামলার ঘটনায় অন্তত ৭জন আহত হয়েছে। এছাড়া এসময় ১টি বাড়ি, ৩টি দোকান ভাংচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার পুরুলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪জনকে আটক করেছে।এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রতাক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার লক্ষীপুর গ্রামের কুবাদ মোল্যার নেতৃত্বে তার সমর্থিত একদল দুবৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুরুলিয়া গ্রামের আনিস শেখের বাড়িতে সকাল ৬টার দিকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় আনিস ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। আনিসকে না পেয়ে তার টিনের ঘরের
চালা,দরজা ও আসবাবপত্র ভাংচুর করে। পরে পুরুলিয়া মোড়ের ঈগল পরিবহনের কাউন্টার (আনিস শেখের দোকান), মিথিল মোল্যার মোবাইলের দোকান ও হেকমত মোল্যার পোল্ট্রী মুরগীর দোকান ভাংচুর চালায়। দুর্বৃত্তরা এসময় মিথিল মোল্যার দোকানে থাকা ১টি কমপিউটার ও টিভিসহ অন্যান্য মালামাল ভাংচুর করে। এ সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তখন প্রতিপক্ষের হামলায় উপজেলার পুরুলিয়া গ্রামের আনিস গ্রুপের আনিস শেখ (৪৩)নিজে, আনিস শেখের স্ত্রী রহিমা বেগম(৩৩), সামিউল শেখ (১৮), আব্বাস ভূইয়া (৪০), ইমরান শেখ (৩০), সোহরাব শেখসহ (২৮)অন্তত ৭জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে উপজেলার পুরুলিয়া গ্রামের ইমদাদ, দাদনতলা গ্রামের সেলিম ফকির, লক্ষীপুর গ্রামের রমজান মোল্যা ও রিয়াজ শেখকে আটক
করেছে।

এ প্রসঙ্গে আনিস শেখের স্ত্রী রহিমা বেগম জানান,‘কুবাদ মেম্বারের নেতৃত্বে তার সমর্থিত একদল দুবৃত্ত অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ভোর ৬টার দিকে আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় আমার স্বামী আনিস শেখ ফজরের নামায পড়তে মসজিদে থাকায় প্রাণে বেঁচে গেছে। তারা আমার বাড়ী ও ঘরের সব আসবাপত্র ভাংচুর করেছে। তারা আমার জামাইকেও মেরে তার কাছে থাকা নগদ দুই লক্ষ টাকা ও মেয়ের সোনার নেকলেস ও কানের দুল কেড়ে নিয়ে গেছে। যাবার সময় আমার মেয়ে-জামাইর মোটর সাইকেল ও ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।’

কালিয়া থানার ওসি মো.রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত ।এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’