স্টাফ রিপোর্টার
নড়াইলে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিট উপজেলা পর্যায়ে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগ খুলনা বিভাগীয় পরিচালক মোঃ আব্দুর সালাম (যুগ্ম সচিব), খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা, নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. জয়নাল হক, নড়াইল বিএমএ-এর সভাপতি ডা. মুন্সি মনোয়ার হোসেন, নড়াইল বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. মুন্সি আসাদুজ্জামান টনি, ডা. রফিকুল ইসলাম খান, ডা, সুব্রত কুমার, ডা. আব্দুল মান্নান, ডা. প্রশান্ত কুমার মল্লিক, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান তোফায়েল মাহমুদ, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, পরিবার কল্যাণ পরিদর্শীকা সুলতানা পারভীন প্রমুখ।
প্রশিক্ষণে ৫১জন সদর উপজেলা পরিবার কল্যাণ সহকারী, ১১জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, ১৩জন পরিবার কল্যাণ পরিদর্শক, ৬জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ১৩জন সদর উপজেলা পরিষদদের চেয়ারম্যান এবং ১০জন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বরসহ মোট ১০৪জন অংশগ্রহন করেন।
কর্মশালায় প্রসবকালে মা ও শিশু মৃত্যু রোধ এবং সন্তান প্রসবে সিজারকে নিরুৎসাহিত করে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।