নড়াইলের মিঠাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

41
38
নড়াইলের মিঠাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
নড়াইলের মিঠাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ পাখির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, বিশেষ অতিথি লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইঁয়া, নড়াইল সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রীস আহম্মদ, ব্রাহ্মণডাঙ্গা সম্মিলিত কারিগরী দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওঃ মিজানুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ভট্টাচার্য্য।

বক্তব্যকালে বক্তারা বলেন, লেখাপড়ার একটি অংশ হলো খেলাধুলা। মেধা বিকাশের জন্য ও শরীর সুস্থ্য রাখতে হলে খেলাধূলার অবশ্যই প্রয়োজন রয়েছে। তথ্য প্রযুক্তি, ফেসবুক, ইন্টারনেটের এই যুগে অনেকেই খেলাধুলা ছেড়ে দিয়ে স্মার্টফোন নিয়ে পড়ে থাকে। এতে শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। শরীর ও মন সুস্থ্য রাখতে আমাদের সকলের উচিৎ সন্তানদের বেশি করে খেলাধুলার প্রতি উৎসাহ দিতে হবে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।