বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে নড়াইলে স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি শুরু

14
15
নড়াইল স্বেচ্ছাসেবক লীগ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের    জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে নড়াইলে স্বেচ্ছাসেবক লীগের ৩দিন ব্যাপী (১২, ১৩ ও ১৭ মার্চ) শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস, এম পলাশ,মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগ নেতা মোঃ মেসকাতুল ওয়ায়েজিন লিটু, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, প্রতিযোগী ও অভিভাবকগণসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। প্রথম দিনে নৃত্য ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।