নড়াইল পৌরসভা কর্তৃক মুজিব বর্ষ উদযাপনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান স্থগিত

1
37
নড়াইল পৌরসভা কর্তৃক মুজিব বর্ষ উদযাপনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান স্থগিত
পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস

স্টাফ রিপোর্টার

নড়াইল পৌরসভা কর্তৃক মুজিব বর্ষ-২০২০ উদযাপন উপলক্ষ্যে নেয়া আড়ম্বরপূর্ণ উৎসব অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার পৌরসভা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বক্তব্যে বলেন করোনা ভাইরাস এর কারনে বড় পরিসরে লোকসমাগম করা যাচ্ছে না। সে কারণে পৌরসভা কর্তৃক ১৭ মার্চ হতে ২১ মার্চ পর্যন্ত ৫দিন ব্যাপি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আপাতত: স্থগিত করা হয়েছে।

তবে স্বল্প পরিসরে মুজিব বর্ষ পালন কার্যক্রম অব্যহত থাকবে। পরবর্তিতে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাপক আকারে মুজিব বর্ষ উদযাপিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, সাইফুল ইসলাম বাচ্চু, রাজু আহম্মেদ প্রমুখ। এসময় বিভিন্ন গণমাথধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।